Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: 18বাংলাদেশে রাজনীতিটা একটু জটিল। রাজনীতির কোন শেষ নাই আর কৌশলেরও কোন অভাব নাই। সব দলেরই ক্ষমতায় যাবার আশা থাকে। আর এখন বাংলাদেশে কোন কঠোর দলও দেখি না, জঙ্গিবাদি গোষ্ঠীও দেখি না। এই সব দল সরকার তুলে দিয়েছে বললেই চলে। আগামী ২০১৯ সালের নির্বাচন নিয়ে ২ বছর আগে থেকে এতো হইচই এর আগে কখনো দেখেনি জনগণ। আর সেই কারণে আমরাও নির্বাচনের প্রচারণায় নেমে পড়েছি।
সোমবার রাতে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।
ফখরুল ইমাম আরো বলেন, জাতীয় পার্টি ১৯৯১ সালে ক্ষমতা ছেড়েছে। তারপর যত নির্বাচন হয়েছে কোনটাতেই অন্য দলের মত কোন সুযোগ সুবিধা আমাদের ছিলো না। কিন্তু ইলেকশান আমরা ছাড়ি নাই। প্রথমে ৩৫ সিট পেয়েছি। তারপর ১৪টা ও ১৮ সিট পেয়েছি। কিন্তু কোন সময় বলি নাই যে আমাদেরকে অন্য দলের মতো সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাই ইলেকশান করবো না। কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে অনেক বিষয় আছে যে সব মেনে নিয়েই আপনাকে নির্বাচন করতে হবে। এখানে যে গণতন্ত্র আছে সেটাকে আপনার মানতে হবে, ইলেকশান প্রক্রিয়া আছে সেটাকে আপনার মেনে চলতে হবে। এই যে ১০টা সংসদ নির্বাচন হয়ে গেল তাতে কি হয়েছে? এখনতো অনেকেই আমাদেরকে অনেক কিছু বলেন। আমাদের নিয়ে উপহাস করেন। কিন্তু আমি বলবো যে ১০ম সংসদ অধিবেশনটি একটি সম্পূর্ণ অধিবেশন হয়েছে। আপনি দেখবেন যে ৩য় ও ৪র্থ সংসদ নির্বাচনে একদল আরেক দলকে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ যখন সংসদে বিএনপি তখন সংসদেই যায়নি। তারা বলেছেন, তখন নাকি নির্বাচনে কারচুপি হয়েছে। ঠিক আবার যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ সংসদে যায়নি। সুতরাং সংসদের কার্যক্রম ভালোভাবে চালানোর জন্য সঠিক পরিবেশ আমাদেরকেই তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি কখনও চায় না কারচুপির মাধ্যমে নির্বাচনে যেতে। জাতীয় পার্টি সব সময় আশা করে যে সব দলের অংশগ্রহণে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক আর দেশ পরিচালনার জন্য একটি ভালো সরকার আসুক।