খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: সুনামগঞ্জ জেলায় অকাল বন্যা ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ আশা’র সুবিধাভোগী ৩৩ হাজার হতদরিদ্র সদস্যদের মাঝে ৬ কোটি ৬০ লক্ষ টাকা সুদমুক্ত দূর্যোগ সহায়তা ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে আশা সুনামগঞ্জ সদর-১ ব্রাঞ্চ এর উদ্যোগে শহরের শান্তিবাগ অফিসে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অুনষ্ঠিত হয়। আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরন চন্দ্র রায় এর সভাপতিত্বে ও আশা-দিরাই অঞ্চলের আরএম জনাব আহমেদ শরীফ সাদীর সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজ্জামান । সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল ,ঢাকা আশা অফিসের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর জনাব সৈয়দ মঞ্জুর হোসেন ও সিলেট জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী ।
নেতৃবৃন্দরা বলেন,৫০জন সদস্যকে ২ হাজার টাকা করে ১লক্ষ টাকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের চালু করা হয়েছে এবং আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। ঋণের কিস্তি সহজ শর্তে ৩ মাস পর থেকে ১০০ সপ্তাহে পরিশোধ করবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তৃতায় দরিদ্র মানুষের জন্য আশা’র এই সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে সমাজের বিত্তবান লোকদের দূর্গতদের পাশে দাড়ানোর আহ্বান জানান। তাছাড়াও বন্যা উত্তর সুনামগঞ্জ জেলায় আশা সদস্যদের মধ্যে ৪ কোটি টাকা সঞ্চয় ফেরত ও ১৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, আশা’র নিজস্ব অর্থায়ন থেকে উক্ত ঋন কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।