Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: 60আমর্ ফোর্সেস ওয়ার কোর্স(এএফ ডব্লিউ-সি)এর নৌ বিমান ও সেনা বাহিনীর ৪৪সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বেনাপোল বন্দর কাষ্টম ও চেকপোষ্ট ইমিগ্রেশন এলাকা পরিদগর্শন করেছেন। এদিন বিকালে প্রতিনিধি দলটি চেকপোষ্ট কাষ্টম ইমিগ্রেশন ও নোম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেন। ভারত ও বাংলাদেশের যৌথ বিজিবি-বিএসএফের শারিরিক কুসরত রিট্রেট শিরোমনি উপভোগ করেন। বাংলাদেশ সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল হকের নের্তৃত্বে দলটি চেকপোষ্ট এলাকায় পৌছালে বিএসএফ ও বিজিবির পক্ষে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরন করে নেওয়া হয়। এ সময় দু দেশের প্রশাসননের মধ্যে একে অপরকে শুভেচ্ছা জানান-প্রতিনিধি দলে সেনাবাহিনীর ২৫জন,নৌবাহিনীর ৫জন ও বিমান বাহিনীর ৫জন উচ্ছ পর্যায়ের কর্মকর্তা সহ ৪৪জন পরিদর্শনকারী ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল দুপরে বেনাপোল কাষ্টম কমিশনার শওকত হোসেনের সাথে মত বিনিময় করেন। বন্দর ও কাষ্টমসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী গমানাগমন-আমদানি রফতানি, শুল্কায়ন,পন্য খালাস প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুর রহমান প্রতিনিধিদলকে সীমান্তের বিভিন্ন গুরুত্বর্পর্ন স্থাপনা ঘুরে দেখান।