Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: ভোলায় নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ।

এসময় শপথ বাক্য পাঠ করেন দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহি সরোয়ার ভুট্রু, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও সাগর কন্যা মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর ।

পরে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান, দৌলতখান পৌর সভার মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল মামলা জটিলাত, সীমান বিরোধ সংক্রান্ত কারনে এই ৩ টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হয়।