খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখা মহিলা আওয়ামীলীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শ্যামলী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝুনু, সহ-সভাপতি বিলকিস আক্তার, রাবেয়া বশরী, সাংগঠনিক সম্পাদক লিনা আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনি আক্তার, মহিলা লীগ নেত্রী রশিদা বেগম, নুরী বেগম, রুমী বেগম, সুলতা রাণী, আঞ্জুয়ারা বেগম, ফিরোজা বেগম ও মহাদীপুর ইউনিয়ন মহিলালীগ নেত্রী চন্দনা রানী প্রমুখ।