খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে ৩ কোটি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১ কোটি এবং সূচনা ফাউন্ডেশনে ১ কোটি করে মোট ৫ কোটি টাকা অনুদান দিয়েছে এক্সিম ব্যাংক। সম্প্রতি (১৫ মে ২০১৭) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের এই চেক তুলে দেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অঞ্জন কুমার সাহা।