খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: দক্ষিণ আফ্রিকায় নারীদের চার দেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন দুই ভারতীয় দীপ্তি শর্মা (১৮৮) এবং পুনম রাউত (১০৯)।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩২০ রান তুলেছেন এই দুই ওপেনার।
১০ বছর আগে শ্রীলংকার দুই ওপেনার সনাৎ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গার করা ওপেনিং জুটির ২৮৬ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান।
সোমবার চার জাতির এই টুর্নামেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন দীপ্তি, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন পুনম।
১৬০ বলে ২৭ চার ও দুই ছক্কায় ১৮৮ রান করে যখন দীপ্তি আউট হন, স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছিল ৩২০ রান।
উদ্বোধনী জুটি এবং মেয়েদের ওয়ানডের যেকোনো উইকেট জুটিরই সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
দীপ্তির পর দ্রুতই আউট হন পুনম। তিনি ১০৯ রান করেন। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১১ চার।
তাদের রেকর্ড জুটির ওপর ভর করেই ৩৫৮ রানের পাহাড় গড়ে ভারত।
জবাব দিতে নেমে ৪০ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে ২৪৯ রানে হেরেছে আয়ারল্যান্ড।