Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার , ১৬ মে, ২০১৭: 84সম্মাননা নয়, অধিকার চাই শ্লোগানে গতকাল নীলফামারীর ডিমলায় মুক্ত অঞ্চলের প্রায় শতাধিক পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা আবারও অনলাইনের সুযোগ চেয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে গোলটেবিল বৈঠক করেছে। স্বাধীনতার প্রায় ৪৪ বছরে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে সহযোগী ও সক্রীয় অংশগ্রহন করেও মুক্তিযোদ্বার স্বীকৃতি পাননি তারা বৈঠকে উপস্থিত থেকে বৈঠকে বক্তৃতা করেন। বাবু যদু নাথ রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিম, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে চেয়ে বক্তব্য রাখেন নোয়াব আলী, সরোয়ার খান, আনোয়ার হোসেন,ওয়াহেদুর রহমান প্রমূখ। বৈঠকে তারা বলেন, আমরা স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেও এ দীর্ঘ সময়ে স্বীকৃতি পাইনি। তাই আমরা সম্মাননা চাই না, অধিকার চাই। এসময় এসব পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধারা নিজের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী হিসেবে দাবী করে মুক্তিযোদ্বার স্বীকৃতি পেতেই এ বেঠকের আয়োজন করেছেন বলে বৈঠকে বেশ কিছু মুক্তিযোদ্ধা দাবী করে বলেন, আমরা গ্রামাঞ্চলের একেবারেই নিভৃত পল্লীতে বসবাস করি। এ কারনে কোন খবর আমরা পাইনি। আমাদের কাছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনের বেশকিছু প্রমাণাদি রয়েছে। যা দিয়েই আমার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে পারি। বৈঠকে প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা এ দাবী তুলে বক্তৃতা করেন। পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধারা ডিমলাসহ সারা দেশে পিছিয়ে পড়া মুক্তিয়োদ্ধাদের সুযোগ দিতে আবারও অনলাইন চালু করে আবেদন করার সুযোগ দিতে বর্তমান সরকারের কাছে দাবী করেছেন।