Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 27তথ্য প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার থেকে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইমরান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মেলায় মোট ১০টি স্টল স্থান পেয়েছে। প্রত্যেক স্টলেই স্ব স্ব বিভাগের কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ায় উপস্থাপন করছে। প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে।