Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আনন্দ র‌্যালী ও পথসভা করেছে স্বেচ্ছাসেবকলীগ।

বুধবার (১৭ মে) সকাল ১১ টায় সোনাইমুড়ী উপজেলা আাওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্ত্বরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবু ছায়েম, উপজেলা যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীম, কবির হোসেন ভূঁইয়া, পৌরসভা যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম, মহিন উদ্দিন।

র‌্যালী ও পথসভায় সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন।