Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 62ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি জনাব শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর নেতৃত্বে এফবিসিসিআইয়েল নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ আজ ১৭ মে ২০১৭ বৃধবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুস্পস্তবক অর্পন করেন। সংগঠনের নব-নির্বাচিত প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি জনাব মুনতাকিম আশরাফ এবং চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্যবৃন্দও পরিচালনা পর্ষদের সাথে ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবসায়ি নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন। নব-নির্বাচিত সভাপতি জনাব শফিউল ইসলাম (মহিউদ্দিন) দেশের সকল ব্যবসায়িকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উলেখ করেন।
উল্লেখ্য যে, গতকাল এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ ২০১৭-২০১৯ মেয়াদকালের জন্য সংগঠনের সভাপতি ,প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেন।