Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 66উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নুরুল আমীন সিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম খান, ক্রীড়া সম্পাদক শরিফুল আলম, প্রধান শিক্ষক এমদাদুল হক আরমান, আমিনুল হক চৌধুরী, আবুল কাশেম, আবু সাঈদ, অনিতা শাহা, এনামুল কবির, কিবরিয়া, টুটুল প্রমুখ।

খেলায় বেগুণহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ২২ মে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।