Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: 4মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলার চোখতালা গ্রামে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বুধবার রাত ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় জানে না বলে পুলিশের ভাষ্য।

ওসি আনোয়ার বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

“ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে একজন আহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। আহত ডাকাতকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এছাড়া পুলিশের এসআই বকতিয়ার হোসেন ও কনস্টেবল আব্দুল হক আহত হলে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি আনোয়ার।

তিনি বলেন, গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি শাটারগান, একটি বন্দুকের গুলি, দুটি ধারালো অস্ত্র ও প্রায় ৩০ ফুট দড়ি উদ্ধার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।