Tue. Aug 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

downloadখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী আজ এক বিবৃতিতে বলেন- আগামীকাল সকাল ১১টায় সুনামগঞ্জ উপজেলার শনিরহাওর পাড়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ত্রাণ সহযোগীতা দিবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ইতিপূর্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ, বাকৃবি, ও মৌলভীবাজারের নেতৃত্বে ত্রাণ ও শিক্ষা উপকরণ পৌঁছে দেয়া হয়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ত্রাণ সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্য এর প্রতিনিধি দল সুনামগঞ্জ পৌছে গেছে। দলের আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দীপক শীল, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা, সদস্য সৌরব দেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আকাশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন- প্রকৃতপক্ষে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত জনমানুষের প্রয়োজনীয় সহযোগীতার তুলনায় খুবই নিতান্ত এবং নগন্য।
আমরা সমগ্র দেশের অবস্থাপন্ন মানুষের প্রতি আহবান জানাই, মানবিক বিবেক বোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানাই।

অন্যরকম