Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

downloadখােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী আজ এক বিবৃতিতে বলেন- আগামীকাল সকাল ১১টায় সুনামগঞ্জ উপজেলার শনিরহাওর পাড়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ত্রাণ সহযোগীতা দিবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ইতিপূর্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ, বাকৃবি, ও মৌলভীবাজারের নেতৃত্বে ত্রাণ ও শিক্ষা উপকরণ পৌঁছে দেয়া হয়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ত্রাণ সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্য এর প্রতিনিধি দল সুনামগঞ্জ পৌছে গেছে। দলের আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দীপক শীল, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা, সদস্য সৌরব দেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আকাশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন- প্রকৃতপক্ষে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত জনমানুষের প্রয়োজনীয় সহযোগীতার তুলনায় খুবই নিতান্ত এবং নগন্য।
আমরা সমগ্র দেশের অবস্থাপন্ন মানুষের প্রতি আহবান জানাই, মানবিক বিবেক বোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানাই।