খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নবগঠিত জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মধ্যেমে ইসমাইল হোসেনকে আহ্বায়ক এবং মাসুদ রানা জুয়েলকে সদস্য সচিব করে ২৪ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বাকী সদস্যদের নাম- সোহাইল জামিল সরকার, যুগ্ম-আহ্বায়ক, মোঃমনিরুলইসলামআমাম, সদস্য, মাশকুররাতুল, সদস্য, মোঃআসিফইকবাল, বিশ্ববিদ্যালয়বিষয়কসম্পাদক, তাসনিমশ্যানন, দপ্তরসম্পাদক, কাজীআরাফাতরাহাত, তথ্যওযোগাযোগপ্রযুক্তিপ্রচারবিষয়কসম্পাদক, জান্নাতুলশাহেবাজআয়েশা, প্রচারসম্পাদক, ঢাকাবিভাগঃখায়রুরইসলাম, সদস্য, বশির, সদস্য, খুলনাবিভাগঃরফিকুলইসলামনিশান, সদস্য, চট্টগ্রামবিভাগঃমোঃনাঈমুলইসলামনাঈম, সদস্য, সিলেটবিভাগঃরেদওয়ানআহম্মেদ, সদস্য, ময়মনসিংহবিভাগঃহাসিবুলহকশান্ত, সদস্য, রাজশাহীবিভাগঃমোঃশরীফ, সদস্য, ঢাকামহানগরঃমোঃমোমিনুলহক, সদস্য, মোঃ মোস্তাফিজুর রহামন ইয়ামিন, সদস্য, মোঃআল-আমিন, সদস্য, মেহেদীহাসান, সদস্য, হামিদউল্লাহ, সদস্য, মোঃ উজ্জ্বল হোসেন,সদস্য।
এই কমিটি আগামী ০৪ মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান/ জেলা/ মহানগর/ থানা ভিত্তিক সম্মেলন সম্পন্ন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করবে।