খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় গ্রামের চারটি ইটভাটা অপসরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়লা দিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর হতে কয়লা দিয়াড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় চারটি বিদ্যালয়সহ আশপাশের এলাকার প্রায় ছয় হাজার মানুষ অংশগ্রহণ করে।
এতে বক্তব্য রাখেন কয়লা দিয়াড় পরিবেশ সংরক্ষণ কমিটি আহবায়ক জেনারুল ইসলাম, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুস সালেক প্রমূখ। বক্তারা- স্থানীয় প্রশাসনের কাছে চারটি ইটভাটা অপরসণের জোর দাবি জানান। উল্লেখ্য, চারটি ইটভাটার কারণে স্থানীয় আমবাগান, রাস্তাঘাট, স্কুলসহ পবিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।