খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: দিনাজপুরের বিরলে তথ্য অধিকার আইনের ওপর জনঅবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, বি, এম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান এ, কে, এম আফজালুল আনাম, আওয়ামী লীগের নেতা এ, কে, এম মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম অরু, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, মৎস্য অফিসার পূরবী রাণী রায়।
প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইনের সুফল পেতে তথ্য কমিশন জনগনের দোড়গোড়ায় গিয়ে আইন সম্পর্কে প্রশিক্ষন দিচ্ছে। বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার সরকারি ও বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
শর মারাত্মক ক্ষতি হচ্ছে।