খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পর্যলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় বানেশ্বর কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম জুম্মা। ইউপি সদস্য আলমগীর হোসেন উপস্থাপনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শ্রী সুভাস কৃষ্ণ সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, সাবেক সাঃ সম্পাদক আঃ হামিদ, বিশিষ্ঠ্য ব্যবসায়ী ওসমান প্রমূখ্য। ২০১৭-১৮ অর্থ বছরে ২ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৫ শত ৩১ টাকার আয় ও ব্যয়ের বাজেট পেশ করেন, বানেশ্বর ইউনিয়নের মোঃ সচিব মিজানুর রহমান।