Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১৮ মে, ২০১৭: 57শিক্ষা’ শান্তি’ ঐক্যই প্রগতি’ ছাত্রলীগ লড়বে, ছাত্রলীগ গড়বে, “উচ্চ আদর্শ এবং সাদামাটা জীবনযাপন-এই হোক তোমাদের জীবনাদর্শ” দেশরত্ন শেখ হাসিনা এই শ্লোগান মুখে রেখে নীলফামারীর ডিমলায় ১৮ মে বৃহস্প্রতিবার বিকালে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগ ডিমলা উপজেলা শাখার উদ্যেগে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সায়েম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দীন স্বাধীনের সঞ্চলনায় ছাত্রলীগের মতবিনিময় ও কর্মী সভা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা আ’’লীগের সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার রায়, ।

সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রুহুল আমিন, নব নির্বাচিত নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি ও অনুষ্ঠানের উদ্ভোধক মোঃ মনিরুল শাহ্ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাহিদ হাসান, মোঃ রায়হান কবির, মোঃ মাসুদ পারভেজ রুবেল, সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, মোঃ রাশেদ হাসান, হারুনা রশিদ হারুন,শহিদুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইরফান আহম্মেদ মিঠু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ লেবু, উপজেলা প্রজন্ম লীগের সদর ইউনিয়নের সভাপতি মোঃ সায়েদ আলী।

মতবিনিময় ও কর্মী সভায় উপজেলার ১০ টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি/সম্পাদক সহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা ছাত্রলীগ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। দেশ ও জাতীর কল্যানে এ সংগঠনের ইতিহাস ও ঐতির্য্য রয়েছে। আমরা একটি সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে জাতীর জনকের আদর্শকে ধারন করে এগিয়ে যেতে চাই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।