Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

arrestখােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: পুলিশ-সামগ্রী ও অস্ত্রসহ ৯ জন ভুয়া ডিবি পুলিশ নামধারী ডাকাতদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম। আজ শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর রামপুরা বনশ্রী রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো: মোঃ জুয়েল রানা, মোঃ ইয়াসিন, মোঃ বাদল, মোঃ মোমেন আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফিরোজ, সৈয়দ মনিরুজ্জামান , মোহাম্মদ আলী ও মোঃ সবুজ।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ১টি ওয়াকিটকি, ৩টি ডিবি জ্যাকেট, ২টি হ্যান্ডকাপ, ২টি বেতের লাঠি, ১টি ব্যাগ ও ২টি ডিবি ষ্টিকার উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত ২টি কার ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

অপর দিকে আরও ৭ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম। শুক্রবার (১৯ মে ২০১৭) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমনা এলাকায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব কনভেনশন সেন্টারের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো: মোঃ লিটন খাঁন, মোঃ বাবলু মিয়া উরফে আকাশ, মোঃ মনির হোসেন-১, মোঃ ছাইদুর রহমান, মোঃ মনির হোসেন-২, মাহমুদুল হাসান উরফে মুন্না ও মোঃ আফজাল হোসেন উরফে শাহীন।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো চ ১৫-৫৫১০ টয়োটা হায়েস মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১ জোড়া হাতকড়া, ১৭টি অব্যবহৃত প্রিপেইড মোবাইল সিম, ৭টি মোবাইল সেট, ১টি আর্মি জ্যাকেট, ১টি কাঠের লাঠি, ১টি ষ্টিলের ষ্টিক, ১ জোড়া বুট, ৩টি পেনড্রাইভ, ১টি কার্ড রিডার, ১টি ষ্টিলের নেমপ্লেট যার মধ্যে লেখা ঢাকা মেট্রো ল ১৯-২৭২৫, ১টি কাঠের লাঠি ও পুলিশের মনোগ্রাম সম্বলিত ১ খালি আইডি কার্ডের কভার উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।