Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

FOUNDATION-PROGRAM-Photo-2017

খােলা বাজার২৪।। শনিবার, ২০মে, ২০১৭: দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন ২০ মে, ২০১৭ তারিখে ঢাকাস্থ অফিসার্স ক্লাবে – এক সংবর্ধনার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের মাননীয় পরিচালক জনাব এম. এ. কাসেম এবং জনাব আজিম উদ্দিন আহমেদ । সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কামাল হোসেন (চলতি দায়িত্ব)। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ, শিক্ষার্থীদের অভিভাবকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থিকভাবে অনগ্রসর পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ২০০৯ সাল থেকে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এ পর্যন্ত ফাউন্ডেশন থেকে মাধ্যমিক স্তরে ১৩১৭ টি বৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চ-মাধ্যমিক স্তরে এ বৃত্তির সংখ্যা ছিল ১৯২২। ২০১১ সাল থেকে স্নাতক স্তরে এ বৃত্তি কার্যক্রম স¤প্রসারিত করা হয়েছে। এ পর্যন্ত স্নাতক স্তরে ২৭০ টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ-মাধ্যমিক স্তরে অধ্যায়নরত ২০০ জন শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে ব্যাংকের চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, চেক তুলে দেন।