খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: কুমিল্লার লাকসাম সরকারী খাদ্য গুদামের সেই কালোবিড়াল মহিউদ্দিন এখনও ধরা পড়েনি। ফলে প্রশাসনিক কর্মকান্ড নিয়ে বিভিন্ন কথাবার্তা উঠেছে এলাকার জনমনে। বর্তমানে এ মহা কেলেঙ্কারীর ঘটনায় স্থানীয় খাদ্য বিভাগের সার্বিক প্রশাসনে অনেকটা অস্থিরতা বিরাজ করছে।
ওই কর্মকর্তার কর্মস্থলে দায়িত্ব পালনকালে ১৭টি চালানের বিপরীতে গম ও ৩৬টি চালানের বিপরীতে চাল এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে বিভিন্ন সময় পৃথক পৃথক চালানে পাঠানো চাল-গম গুদামে মজুদ না করে ওই কর্মকর্তা নিজেই আত্মসাত করেছে। যার পরিমান প্রায় ১৮’শটন খাদশষ্য তার বাজার মূল্যে প্রায় ১০ কোটি টাকা। আইনের চোখে ফাঁকি দিয়ে পর্দার অন্তরালে থেকে তার মহাদূর্নীতির ঘটনাটি ধামাচাপা দিতে নানাহ ভাবে বিভিন্ন চ্যানেলে তদবির করে গেলেও সাড় মিলছে না কোন সংস্থার বলে অভিমত একাধিক সূত্রের। প্রতিবছর দাপ্তরিক তদন্ত এবং ২ বছর পর পর বানিজ্যিক তদন্ত হলেও ওই খাদ্যগুদামে ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে ওইসব তদন্তকারী দল এ নিয়ে কি তদন্ত করেছে এবং কেন এ মহাদূর্নীতি ধরতে পারেনি এ নিয়ে এলাকার জনমনে নানাহ কথাবার্তা নিয়ে বির্তক চলছে।
অবশেষে ওই খাদ্যগুদামে নতুন গুদাম কর্মকর্তা এনামুল হক যোগদান করার পরপরই স¤প্রতি একটি দাপ্তরিক তদন্ত দল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আনুসাঙ্গিক কাগজপত্রের সাথে এ গুদামের কাগজপত্রের গড়মিল দেখতে পেয়ে তদন্তকাজ আরও গভীরে চালালে ওই গুদামে ২৫’শ খালি বস্তা বিক্রির টাকা, চালানপত্রে অনিয়ম, খামাল কার্ডে গড়মিল ও পরিদর্শন বহিতে নাটকীয় ভূমিকাসহ বেরিয়ে আসে নানাহ অপকর্ম ও দূর্নীতির চিত্র। তাৎক্ষনিক নড়েচড়ে উঠে পুরো খাদ্য বিভাগ, শুরু হয় ওই বিভাগের সার্বিক প্রশাসনে তোলপাড়। গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত কমিটি, লাকসাম থানায় মামলা ও দাপ্তরিক একাধিক আভ্যন্তরিন নিরীক্ষার কাজ। কালোবিড়াল রুপি ওই কর্মকর্তা মহিউদ্দিন এখনো পলাতক থাকলেও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীরা যে যার কর্মস্থলে বহাল তবিয়তে। তবে এ ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নামে আড়াই কোটি টাকার ব্যাংকিং চেক জমা এবং নানাহ ভাবে বিষয়টি সমঝোতা করছেন।
এ ব্যাপারে স্থানীয় খাদ্য বিভাগের একাধিক সূত্রের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। তবে জেলা দূর্নীতি দমন সংস্থা এ ব্যাপারটি আমলে নেয়ায় সর্তক ভাবে পর্যবেক্ষন করছেন তারা। এসব নিয়ে এ মূর্হূতে কোন কথাবার্তা না বলাই ভালো। সময় ও পরিস্থিতি উন্নত হলে আপনারা সব কিছু জানতে পারবেন বলে অভিমত দেন কেউ কেউ।