Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ আওয়ামী লীগের থেকেই চুরি করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। এজন্য আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল নেতাদের নির্দেশ দেন।

শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সবাই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে।

শেখ হাসিনা বলেন, ৩৬ বছরে দেখেছি তৃণমূলের নেতাকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কারণেই দল ভাঙা সম্ভব হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধান কাজ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করা। তিনি চেয়েছেন দেশের প্রত্যেক মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসায় সমান অধিকার পাবে। আজ দেশের মানুষ সমান অধিকার পাচ্ছে। দেশের নিন্মস্তরের জনগণদের ভাগ্য পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের জন্য কাজ করে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জন্ম থেকেই আওয়ামী লীগ মানুষের কথা বলছে। সুখে-দুঃখে দলটি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে দলটি আজ এ অবস্থায় এসেছে। সেখানে বিএনপি ক্ষমতায় এলেই লুট-পাট চালিয়েছে।