Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭:  39মুন্সীগঞ্জের টংগীবাড়িতে গরীর দুস্থদের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখাড়া ইউনিয়নের উত্তর নশংকর গ্রামে আলহাজ্ব তোফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়।

গ্রামের ৬টি ইউনিয়নের ৩৪ গ্রামে ২৫০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধিতে গ্রামের গরিব দুঃখীরা যাতে না খেয়ে থাকে তার জন্য এই উদ্যোগ হাতে নেওয়া হয়ে। সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রম হাজী তোফাজ্জল হোসেনের (হাজী বাড়ি) বাড়িতে শুরু হয়। দূর দূরান্ত থেকে আসা খেটে খাওয়া মানুষের সমাগম বেড়েই চলছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, পোলাও চাল, ডাল, দুধ, তৈল, দুধ, ট্যাংক, ছোলা, লবন, ভিনি, গুঁড়োদুধ, বেশন, সাবান, চিনি, সেমাই ও খেজুর।

কিছু সময়ের জন্য হলেও তারা আশার মুখ দেখতে পারবে। সমাজের বিত্ত্ববানরা যদি তাদের সামান্য ত্যাগ শিকার করতে প্রস্তুত থাকে তাহলে দেখা যাবে গরীব অসহায়রা সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারবে। সমাজের সাথে তাল মিলিয়ে তাদের সুখ-দু:খ ভাগা ভাগি করতে পারবে বলে জানান ট্রাষ্ট্রের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন-হারুন অর রশীদ, হাসানুজ্জামান, কামরুজ্জামান, আহসান হাবীব, সাখাওয়াত হোসেন, শহীদুল ইসলাম, তারিফ প্রমুখ।