খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: রাজশাহীর চারঘাট উপজেলা সহকারী কমিশনার ভুমি তানজিলা মেহেনাজকে চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি তানজিলা মেহেনাজ।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, অর্থ সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, দপ্তর সম্পাদক খোরসেদ আলম, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, আতিকুর রহমান আশা, সনিসহ সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জনগন যেন ভুমি সেবা নিতে এসে কোন ভোগান্তি না হয়। দালালমুক্ত রেখে এলাকার গরীব মানুষদের সেবায় নিয়োজিত থাকবেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।