Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

abnews-24.b_78823-500x350খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: মে ১৮, ২০১৭ :কামরুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ‘প্রকৃতি ও প্রাণ’ শিরোনামে ঠাকুরগাঁও বার্ডস ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী-২০১৭। গতকাল শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শনী-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও বার্ডস ক্লাবের সভাপতি মো. এমদাদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, দিনাজপুর ফটোগ্রাফি সোসাইটির ফাউন্ডার কে. বি. দিপন প্রমুখ। এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘ঠাকুরগাঁও শহরে এই প্রথম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করায় আমি ঠাকুরগাঁও বার্ডস ক্লাবের সকল সদস্যের প্রতি ধন্যবাদ জানাই।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ঘুরে ঘুরে আলোকচিত্র গুলো প্রদর্শন করেন। দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এছাড়া, দর্শনার্থীরা বিনামূল্যে আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করার সুযোগ পাবেন। উল্লেখ্য, ঠাকুরগাঁওসহ সারাদেশের প্রায় ৫০০ প্রতিযোগীর জমা দেওয়া প্রকৃতি ও পাখি বিষয়ক হাজারখানেক ছবি থেকে যাচাই-বাছাই করে ১০০ ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য।