Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: 29সুনামগঞ্জের ছাতক উপজেলার লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরীর অস্থায়ী মেকানিক্যাল শতাধিক শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবীতে ২২দিন ধরে কর্মবিরতী পালন করছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও লাফার্জের কিছু অসাধু মধ্যসত্ত্ব ভোগী সিন্ডিকেট ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রবিবার সকাল থেকে ২২দিন ধরে চলা লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেইটের সামনে বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালন করেন শ্রমিকেরা।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আফসার উদ্দিন, লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরীরর অস্থায়ী মেকানিক্যাল শ্রমিক সংগঠনের সভাপতি চাঁন মিয়া চৌধুরী ও শ্রমিক নেতা আনোয়ার পাশা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরীরর বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের অধিনে দীর্ঘ ১০ থেকে ১২ বছর অস্থায়ী মেকানিক্যাল শ্রমিক হিসেবে বিভিন্ন কাজ করে আসছেন। কিন্তু এতো বছর পরও শ্রমিকদের কোন বেতন ভাতা বৃদ্ধি না করায় গত ১মে থেকে বেতন ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবীতে কর্মবিরতী পালন করছেন। শ্রমিকদের অভিযোগ তাদের দাবী-দাবা ঠিকাদাররা লাফার্জ কতৃপক্ষকে জানালেও কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের দাবী-দাবা তোয়াক্তা না করে লাফার্জ কতৃপক্ষের কাছ থেকে ওই একই বেতন ভাতা নিয়ে কাজ নিয়ে আসে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবী যদি কর্তৃপক্ষ বেতন ভাতা বৃদ্ধি করে তাহলে তারা কাজে ফিরে যাবেন অন্যথায় আরো কঠোর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দেন।
ছাতক থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম জানান, ‘লাফার্জের কন্ট্রাকে কিছু শ্রমিক কাজ করেছে। সেই শ্রমিকেরাই বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমরা আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের সাথে বসব সমাধানের জন্য তবে এখানে লাফার্জ কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে’। তাদের ভূমিকা ছাড়া সমাধান সম্ভব না।