খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের তালিকায় সবার উপরে নাম ছিল মোহাম্মদ আশরাফুলের। দেশের হয়ে এ পর্যন্ত ১৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আশরাফুলের এ রেকর্ড আর খুব বেশী দিন থাকছে না। মাশরাফি বিন মর্তুজার দখলে চলে যাচ্ছে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলা সর্বোচ্চ সংখ্যক ম্যাচের রেকর্ড। সবকিছু ঠিক থাকলে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অ্যাশকে পেছনে ফেলে দেবেন ম্যাশ।
মাশরাফি দেশের হয়ে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৭৪টি। আগামি বুধবার ডাবলিনে চলতি ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ঐ ম্যাচে খেলার পর আশরাফুলের থেকে মাত্র দুই ম্যাচ দূরে থাকবেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে আরও তিনটি ম্যাচ। সব মিলিয়ে এই চারটি ম্যাচ খেলতে পারলেই মোহাম্মদ আশরাফুলকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলা বাংলাদেশি ক্রিকেটার হয়ে যাবেন মাশরাফি।
উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার অভিযোগে ২০১৩ সাল থেকে নিষেধাজ্ঞার খড়গ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন আশরাফুল। ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। পাঁচ বছরের শাস্তি রয়েছে তার মাথার উপর। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে এখনো দুই বছর অপেক্ষায় থাকতে হবে তাকে। নিষিদ্ধ না হলে হয়তো গত চার বছরে আরো প্রায় অর্ধশত ম্যাচ খেলা হয়ে যেতো। সেক্ষেত্রে আশরাফুলের ধারে-কাছেও কেউ ঘেঁষতে পারতো না।
আশরাফুল নিষিদ্ধ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত মাশরাফি ৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন।