খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তাড়িয়ে বাধা দেয় পুলিশ। বিকাল ৪টায় শহরের কলেজগেট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকটে দীপেন দেওয়ানের নেতৃত্বে একটি মিছিল বের করা হলে বাধা দিয়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
পরে সন্ধ্যার দিকে শহরের পাবলিক হেল্থ এলাকায় গিয়ে সেখান থেকে ঝটিকা মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকটে দীপেন দেওয়ান, সাবেক পৌরমেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। ফ্যাসিবাদী ও স্বৈরচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে হবে। এজন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে যে কোনো আন্দোলন এবং জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত জানান বক্তারা।
এছাড়াও সকালে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়ায় পুলিশি ঘেরাও’এর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি,মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সভাপতি অ্যাাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্য নেতারা।