Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: 21ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিলেও তাদের ছাড়াই কাজ চালিয়ে যাবে এটি।
এই চুক্তির অধীন দেশগুলোর মন্ত্রীরা টিপিপিকে বাঁচিয়ে রাখতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র ফিরে এলে তাদের জন্য দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন।
জানুয়ারি মাসে ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকার জনগণের চাকরির নিশ্চয়তা দিতে তিনি ১২ টি দেশের চুক্তি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেবেন। এরপর এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
কিন্তু টিপিপি চুক্তি পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১১ দেশের বাণিজ্যমন্ত্রীরা রোববার ভিয়েতনামে বৈঠক করেন। চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র ফিরে এলে তাদের সাহায্য করার বিষয়ে একমত হন।
উল্লেখ্য, বিশ্বের ৪০ শতাংশ অর্থনীতি টিপিপির আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্র এ চুক্তি প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর তার পুনরুজ্জীবনে নেতৃত্ব দিচ্ছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মন্ত্রীরা।
নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টোড ম্যাকক্লে বলেছেন, বাকি দেশগুলো এ বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নতুন পথ অন্বেষণে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, টিপিপিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার পথ খোলা রাখার কথা বলা হলেও বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি রবার্ট লিগথিজার জানিয়েছেন, তাদের দেশ আর ফিরবে না।
তিনি বলেন, ‘চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করেছে এবং এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।’