খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মিলে থাকা তুলা ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন মনিলাল চৌধুরীর মালিকানাধীন তুলার মিলটিতে আকষ্কিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় মিলটির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি মালিক পক্ষ।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের (এপিএম) গোলাম মোস্তফা জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কিভাবে মিলটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে মিলটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশে হওয়ার কারনে মহাসড়কে যানচলাচল বেশকিছুক্ষণ বন্ধ থাকে। ফলে রাস্তার উভয় পার্শ্বে বেশ কিছু দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।