Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: 52যশোরের শার্শা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ,সমাজ সেবক এবং প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছেলেন-সোমবার বিকালে শার্শা ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান সোয়ারাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর জেলা প্রশাসক ড: হুমায়ুন কবির-বিশেষ অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুস সালাম,জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল,ওসি মনিরুজামান উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,আলেয়া ফেরদৌস-আওয়ামীলীগ নেতা সালেহ আহম্মেদ মিন্টু প্রমুখ। ইউনিয়ন পরিষদের পক্ষে সমাবেশে জেলা প্রশাসনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
জেলা প্রশাসক বলেন-ছাত্র শিক্ষক ও অভিভাবক সহ জনপ্রতিনিধিদের সমাজ থেকে মাদক যৌতুক ও বাল্যবিবাহ রোধে সতর্ক থাকতে হবে। কারন মাদক ও যৌতুক বাল্য বিবাহ দেশ জাতি সমাজ ও পরিবেশকে বিকষিত করে। সুখি সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এদিন বিকালে বেনাপোল পৌর সভার পক্ষে যশোর জেলা প্রশাসক হুমায়ুন কবিরকে সোমবার বিকালে পৌরসভা কক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পৌর মেয়র আশরাফুল আলম লিটন পৌর সভার পক্ষে তাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন।