খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ জনসাধারণের মধ্যে সুবিধা প্রদানের ফলপ্রসু বিষয় নিয়ে জেলা প্রশাসনের পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের অডিটরিয়ামে জেলা তথ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকদের অংশ গ্রহণের মধ্য দিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোঃ আবুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রাব্বী। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ব্যবস্থা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌছে দেয়ার লক্ষ্যে সব ধরনের প্রকল্প গ্রহণ করেছে। এ সব প্রকল্প বাস্তবায়ন ও বাস্তবমুখী রূপ দিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য জেলা পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। ১০টি উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। কর্মসূচীগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের মেধা ও শ্রম দিয়ে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলা, ৯টি পৌরসভা ও ১০২টি ইউনিয়নে আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন করতে কর্মসূচী চলমান রয়েছে। এর মধ্যে জেলার সদর, হাকিমপুর ও খানসামা উপজেলায় আগামী ৩০ জুনের মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন সম্পন্ন হবে। শিক্ষা খাতে জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলার ১৯৪২টি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৪ লাখ শিশুর মধ্যে এবছর ২২ লক্ষ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সাড়ে ৪ লক্ষ শিশুকে উপবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এই জেলাতে প্রতি বছর প্রায় ২৭ কোটি ৫৫ লক্ষ টাকা শিক্ষা খাতে উপবৃত্তি প্রদান করা হয়। একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়নে জেলার প্রত্যেকটি বাড়ীতে এখন বৃক্ষে ভরা গাছপালায় পরিমন্ডলিত হয়েছে। স্বাস্থ্য খাতে প্রত্যেকটি উপজেলায় ১০০ থেকে ৫০ শয্যার হাসপাতাল নির্মিত এবং চিকিৎসকসহ সহযোগীদের পদায়ন করে সেবা কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসনের ই-সেবা কার্যক্রমের মাধ্যমে জেলার ১০২টি ইউনিয়নে তথ্য কেন্দ্র স্থাপনে জমির পর্চাসহ জমি সংক্রান্ত সকল ধরনের দলিলাদির জাবেদা নকল অনলাইন দরখাস্তের মাধ্যমে সরবরাহ হচ্ছে। সব মিলিয়ে জেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যুগোপযোগী সেবা প্রদানে নমুনা জনসাধারণের দোড়গড়ায় পৌছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সবনম মোস্তারি, পল্লী বিদ্যুৎ ১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রায়হানুল কবির, সাংবাদিক রোস্তম আলী মন্ডল, ইউসুফ আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।