Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

PRখােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: ২২ মে, ২০১৭ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস লিমিটেড ও রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেড-এর মধ্যে ৪৫০ কোটি টাকা মূল্যমানের ‘মুদারাবা সাব-অরডিনেটেড বন্ড’ ইস্যুর জন্য ‘ইস্যু ম্যানেজমেন্ট এন্ড ফান্ড এ্যারেন্জার’ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সামছুল হক এবং রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন । এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব কাজী ওসমান আলী ও জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মোস্তফা খায়ের, কোম্পানী সচিব জনাব অলি কামাল, এফসিএস; এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস্ লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ মিনহায যিয়া, ভাইস চেয়ারম্যান জনাব মীর মাহফুয উর রহমান; রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেডের উপদেষ্টা জনাব মোঃ জিয়াউল হক খোন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নোমানুর রশিদ ও  অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।