Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭:  67বাংলাদেশ-ভারত ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরালো করতে দু’দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক উদ্বোধনের ৪৪দিন পর ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস ৩৭জন যাত্রী নিয়ে খুলনা হয়ে বেনাপোল স্থলব›ন্দর দিয়ে কলিকতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার বিকালে বাসটি বেনাপোলে পৌছায়। ঢাকা কলকাতা রুটে বাণিজ্যিকভাবে তিনদিন ভারত ও বাংলাদেশের ৬টি যাত্রীবাহী বাস চলাচল করবে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি গ্রিনলাইন পরিবহনের একটি বাস সপ্তাহে একদিন পরপর ঢাকা-খুলনা-কলকাতার মধ্যে সরাসরি চলাচল করবে। রোববার বাদে সপ্তাহের অন্য তিনদিন এই রুটে ভারতীয় বাস চালাবে ভারতীয় ভূতল পরিবহন নিগম।
গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার বলেন,সপ্তাহের প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর বিআরটিসি বাস টার্মিনাল থেকে ছেড়ে বাসটি রাত ৮টার দিকে কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালে গিয়ে পৌঁছবে। আর কলকাতার ওই বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত ৮টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে।
গ্রিনলাইন পরিবহনের বেনাপোল অফিস সহকারি আব্দুল মান্নান জানান, কলকাতাগামী বাসটি ৪০ সিটের। ঢাকার জন্য ৩৬টি এবং খুলনার জন্য মাত্র ৪টি আসন বরাদ্দ করা হয়েছে। এই বাসে যশোর ও বেনাপোলের জন্য কোনো আসন নেই। খুলনা থেকে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে যাত্রী প্রতি ১ হাজার টাকা এবং ঢাকা-কলকাতা রুটের জন্য ১হাজার ৭৫০টাকা।
আব্দুস সাত্তার আরো বলেন, মাওয়া হয়ে সড়কপথে দূরত্ব একটু বেশি হলেও সময় কম লাগবে। বাসটি ঢাকা থেকে মাওয়ায় আসবে মাত্র আড়াই ঘণ্টায়। ঢাকা থেকে ৮ ঘণ্টা লাগবে খুলনা হয়ে বেনাপোল যেতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। ঢাকা থেকে যে বাসে রওয়ানা হবেন যাত্রী সেই একই বাসে কলকাতা নামবেন। যাত্রাপথে কোনো পরিবর্তন করতে হবে না।
বিশিষ্ট সিএন্ডএফ ব্যাবসায়ি মফিজুর রহমান সজন ও শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন,বাণিজ্যিক ভাবে এই রুটে সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় শুধু ঢাকা বা ওই এলাকা নয়,দেশের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। রোগি ও বৃদ্ধরা সরাসরি বাসে করে কলকাতায় চিকিৎসাসহ সব ব্যবসায়ীক কাজে সুবিধা পাবেন। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন,বাগেরহাটের খানজাহান আলী মাজার,ষাট গম্বুজ মসজিদসহ এ এলাকায় বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। এতে পর্যটন শিল্পের বিকাশ হবে বলে মনে করেন তার্।া