খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: ২২ মে সোমবার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এর সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। উক্ত পরিচিত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোয়াজ্জেম হোসেন, পাট কর্মকর্তা মহিবুর রহমান লোহানী, পরিসংখ্যানবিদ এমদাদুল হক খাঁন বাদল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম,বীরমক্তিযোদ্ধা আলহাজ্জ আশরাফ আলী, সদর ইপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকারসহ উপজেলার ১০ ইউনিয়নের সকল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর, নুরুজ্জামান তারা, সঙ্গীত শিল্পী আব্দুস সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রেজা প্রমূখ। সভায় উপসিস্থত সকলের পরিচিতির পর্ব শেষে মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস’ার খবরা খবর প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক নিবির ভাবে শুনেন এবং বিষয়গুলি নিয়ে বিষদ পর্যালোচনা করেন। এ সময় প্রধান অতিথি প্রতিশ্রুতি দিয়ে বলেন, উপজেলার সমস্যাগুলি চিহ্নিত করে ধীরে ধীরে সমাধান করা হবে। তিনি আরো বলেন, যে কোন সময় যে কোন মুহুর্তে আপনারা আমাকে ফোনে, সাক্ষাতে কিংবা সরাসরি গিয়ে উপজেলার সমস্যাগুলির কথা জানাতে পারেন। আমি চেষ্টা করবো আমার সাধ্যমত সমস্যাগুলির সমাধান দিতে। সেই সাথে আমি জেনেছি যে এই উপজেলার প্রায় অর্ধেক ইউনিয়নেই তিস্তানদীর করাল গ্রাসে নিমজ্জিত থাকে। সামান্য বৃষ্টি কিংবা উজানের ঢলে প্লাবিত হয়ে পরে প্রায় লক্ষাধিক মানুষ। এবারে এসব প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে আগাম ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, জেলার অন্যান্য উপজেলাগুলোর মধ্যে ডিমলাকে অগ্রাধিকার ভিক্তিতে দেখা হবে। প্রধান অতিথির বক্তৃতার পূর্বেই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন উপজেলা আইন শৃখংলা পরিসিস্থতির কথা তুলে ধরে বলেন, নীলফামারী-১ আসনের মাননীয় সাংসদ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক,সন্ত্রাস জঙ্গীবাদ ও বাল্যবিবাহ রোধে সভা সেমিনার ও ক্যাম্পেইনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন শৃখংলার অনেকটা উন্নতি হয়েছে।