খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও কোম্পানীর অধীনস্থ জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ডুলুরা-বালট বর্ডার হার্ট নামক স্থানে (সীমান্ত পিলার ১২১৩ এর নিকট হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে) অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এবং প্রতিপক্ষ কমান্ড্যান্ট, ১১ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে পতাকা বৈঠকে সীমান্তে এক স্তর বিশিষ্ট কাঁটা তারের বেড়া নির্মাণ, বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা, পাথর ও কয়লা উত্তোলন, সীমান্ত ফায়ারিং দুর্ঘটনা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। পতাকা বৈঠকে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-পরিচালক, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডার এবং প্রতিপক্ষ ১১ বিএসএফ এর কমান্ড্যান্ট, ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার ও ক্যাম্প কমান্ডার অংশগ্রহণ করেন। পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক শেষ হয়।