খােলা বাজার২৪।। সোমবার, ২২ মে, ২০১৭: কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ ভানবাসী মানুষজনের মধ্যে ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির উদ্যোগে ১০ কেজি চাল, ১কেজি ডাল, আধা লিটার সয়াবিন ও কেজি লবন বিতরণ করা হয়েছে।
সোমবার দিরাই পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি সাংবাদিক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আলম, রোটারিয়ান রাতুল চৌধুরী, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সমাজ সেবক গোলাপ দাস, ইউপি সচিব শুভ দাস প্রমুখ।