Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 27কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১৪নং ওয়ার্ডের স্থগিত থাকা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে থাকবেন। গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম ১৪নং ওয়ার্ডে প্রার্থী ছিল ৬ জন। এতে জাইদুল ইসলাম মিনু’র প্রার্থী খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের লাইসেন্স থাকায় তার প্রার্থী বাতিল চেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দেন আবিদ শাহরিয়ার জ্যাপলিন অপর প্রার্থী। অভিযোগের আকারে নির্বাচন স্থগিত হয়।
জাইদুল ইসলাম মিনু নামের প্রার্থী ঐ স্থগিত থাকা নির্বাচনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করলে মহামান্য হাইকোর্ট চলতি বছরের ১৮ মে স্থগিত থাকা নির্বাচনের বিরুদ্ধে রায় দেন। কোন রকম বাধা না থাকায় ২৩ মে নির্বাচন গ্রহণের ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দস বলেন, জেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নের ৬৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবেন। রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।