Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 28ইসরাইলে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হতে দেয়া যাবে না।

রিভলিনের বাসভবনেও ট্রাম্প বলেন, ‘প্রাণঘাতী খাতে ইরানের তহবিল, প্রশিক্ষণ এবং সন্ত্রাসী ও জঙ্গিদেরকে সরঞ্জাম সরবরাহও বন্ধ করতে হবে।’ তেহরান জোর দিয়েই বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছে না। কিন্তু ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দিহান।

সৌদি আরবে সফর শেষে ট্রাম্প ইসরাইল সফরে যান। ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও তিনি আলাপ করবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে বন্ধনের ওপর জোর দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা কেবল দীর্ঘদিনের বন্ধু না। আমরা ভাল মিত্র এবং অংশীদারও। আমরা সবসময় একসঙ্গে আছি।