খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: নোয়াখালীতে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় ও শক্তিশালী করতে ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে জেলার বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানদের একটি ব্যাচের উদ্বোধন করেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ও প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৯ উপজেলার ৪৬টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীগণ অংশ নেয়।
দুই ধাপে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে তিন দিনব্যাপী (আবাসিক) এবং ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে পাঁচ দিনব্যাপী (আবাসিক) এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলার বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ডিস্ট্রিক ট্রেনিং পুলের সদস্যবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।