খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: শরীয়তপুর পৌর সভার উদ্যোগে আজ সোমবার সকাল ১১ টায় ২০১৭-১৮ অর্থ বছরের জন্য এক প্রাক বাজেট আলোচনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর সভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ কোতোয়াল। এ সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, প্যানেল মেয়র বাচ্চু বেপারী, সচিব এনামূল হক, আওয়ামীলীগ নেতা ফারুক তালুকদার,পালং তুলাসার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল কৃষ্ঞ অধিকারী, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যা,সহ কাউন্সিলর বৃন্দ। এ সময় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ৫ কোটি ৬৬ লক্ষ ৫১ হাজার ৭ শত ৯টাকার একটি বাজেট উপস্থাপন করেন।