খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: দিনাজপুরে “মানসম্মত ও বৈধ বয়লার ব্যবহার করুন, শিল্প প্রতিষ্ঠানের জান মালের নিরাপত্তা ও জ্বালানী সাশ্রয় নিশ্চিত করুন” শীর্ষক বয়লার ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বয়লার বোর্ডের চেয়ারম্যান মোঃ এনামুল হক।
মঙ্গলবার দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে উপ-প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় রাজশাহী আঞ্চলিক অফিস আয়োজিত বয়লার ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান বয়লার পদির্শক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা চাউলকল মালিক গ্র“পের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ জিয়াউল হক। বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, চাউলকল মালিক গ্র“পের সাধারন সম্পাদক সুজা-উর-রব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, সদস্য আবু বক্কর সিদ্দিক, বয়লার অপারেটর শাহীন হোসেন, রুবেল হোসেন ও নাসির উদ্দিন।