খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নাগরিক কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভায় মডেল উপজেলা গড়ার প্রত্যয়ে ৩১ সদস্য বিশিষ্ট কার্ষনির্বাহী নতুন কমিটি গঠিত হয়। এসো সম্প্রতির বন্ধনে, আমাদের সমাজ আমরাই গড়ি। আমরা তাদের পথ অনুসরণে চলি, যাদের ত্যাগ ও সেবায় পেয়েছি এদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মাঠে গতকাল সকাল ১১ টায় নুরুল হক মাস্টারের সভাপতিত্বে প্রায় ১০০ জন সক্রিয় সদস্যের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলায়ত ও শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে উপজেলা নাগরিক কমিটির প্রধান পৃষ্টপোষক প্রফেসর মাহফুজুর রহমান (সাবেক পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ্উপজেলা নাগরিক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্যের উপর আলোকপাত করেন ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বরণ কর নেন ও শপথ পাঠ করার পূর্বে পানি উন্নয়ন বোর্র্ড কিশোরগঞ্জের জামে মসজিদ প্রাঙ্গণে ও আদর্শপাড়ায় সকল সদস্যদেরর নিয়ে বৃক্ষরোপন শেষে অনুষ্ঠানে ফিরে আসেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রশিদুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় বরেণ্য অতিথি ছিলেন, নিতাই ইউপির চেয়ারম্যান ফারুক উজ জামান ফরুকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম সাজু , সাংগঠনিক সম্পাদক শফিউল করিম শফি, অর্থ-সম্পাদক কবি খন্দকার শামছুজ্জোহাসহ ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্র্যনির্বাহী কমিটি গঠিত হয়। উক্ত বরণ ও শপথ পাঠ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নাগরিক কমিটির সবচেয়ে বড় যে অবদান অত্র উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে,মাদকমুক্ত করতে, শীতার্তদের মাঝে সাহায্য প্রদানে, গ্রীন স্কুল প্রজেক্টের মাধ্যমে অসহায় হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থাকরণে, পাড়ার নতুন নামকরণে আরো অনেক উন্নয়নমূলক কাজের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রশাসনসহ সর্বস্তরের সমাজ সেবকবৃন্দেকে এগিয়ে আসার আহব্বান জানান। প্রধান অতিথি বলেন, অত্র উপজেলায হত দরিদ্র ছাত্র- ছাত্রীদের উপবৃত্তি প্রদানের পাশাপাশি একটি গ্রীন হাসপাতাল করা হবে। যতদিন না উপজেলাকে মডেল উপজেলার স্বীকৃতি পায় ততদিন কাজ চালিয়ে যাবেন। এমনকি অন্যান্য উপজেলায় কাজ প্রসারিত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আকরামুজ্জামান টিটো ।