খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: সাড়ে ১৩ মণ স্বর্ণের পর এবার আপন জুয়েলার্সের মালিকের একটি মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। মঙ্গলবার বেলা ১১টায় সিলেটের জিন্দাবাজারের বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।
বেলা ৩টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।