Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 70জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় দ্বিতীয় বারের মত ৯ টি কেন্দ্রে নির্বাচন অবাধ ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শেষে আওয়ামীলীগ প্রার্থী সিরাজুল ইসলাম বুলু নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৬ শত ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী স্বতন্ত্র প্রার্থী নবিউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯ শত ৫৫ ভোট।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।

ক্ষেতলাল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মেয়র পদে লড়ছেন ৩ জন। সাধারন কাউন্সিলর পদে ২৬ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১ জন। মোট ভোটার ১৫ হাজার ১৫০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৪৬ জন এবং নারী ভোটার রয়েছেন ৭ হাজার ৭০৪ জন।

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়,কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।