Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৩ মে, ২০১৭: 71সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমে ঢাকা রামকৃষ্ণ সেবাশ্রম কতৃক ১০০ জন দরিদ্র হিন্দু-মুসলিম নারী-পুরুষের মধ্যে প্রত্যেককে ১ টি করে ধূতী,লুঙ্গী,শাড়ি ও ১০ পিছ করে খাওয়ার সেলাইন বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিতরণ করেন, ঢাকা রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, বরিশাল রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী মুক্তাত্মানন্দজী মহারাজ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের পরিচালনা কমিটির সম্পাদক শ্রী যোগেশ^র দাস, সদস্য শ্রী মঞ্জু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী তালুকদার, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি শ্রী পংকজ পাল চৌধুরী, শ্রী স্বপন কৃমার রায়, ডা. মনিসর চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক শ্রী কৃপেশ চন্দ্র বণিক, সহ-সম্পাদক শ্রী অনন্ত পাল প্রমূখ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ^র। সেই চিরঞ্জন বানীকে সামনে রেখে বিশ^ মানবতার সেবায় সকলকে নিয়োজিত করতে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে সকল সেবাশ্রমে মানবতার সেবায় প্রতি বছর দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সকল আশ্রমে ত্রাণ বিতরণ করা হয়ে থাকে।