খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: গত ২২শে মে, ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৫১৪তম সভায় মিসেস দুলুমা আহমেদকে ব্যাংকের নতুন ভাইস চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত করা হয়।
মিসেস দুলুমা আহমেদ ১৯৪৭ সালের ৭ই জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সাউথইস্ট ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির একজন সদস্য। তিনি বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। তিনি মিউচুয়াল ফুড প্রোডাক্টস্ লিঃ, মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস্ লিঃ, মিউচুয়াল ট্রেডিং কোম্পানি লিঃ এর একজন সম্মানিত পরিচালক। মিউচুয়াল ডিসট্রিবিউশন ও সিলোনিয়া এজেন্সিজ এর তিনি একজন স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আরলা ফুডস্ লিঃ এরও একজন সম্মানিত পরিচালক।
মিসেস দুলুমা আহমেদ বিভিন্ন জনহিতকর কর্মকান্ডের সাথেও জড়িত। তিনি দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ফেনীর ছাগলনাইয়ায় প্রতিষ্ঠিত আজিমিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং ফাতেমা ফারজানা কিন্ডারগার্টেন স্কুল এর তিনি পৃষ্ঠপোষক। তিনি গুলশান লেডিস কমিউনিটি ক্লাব ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ এর একজন সদস্য। একজন সমাজ কর্মী হিসাবে তিনি সমাজের গরীব ও হত-দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলস ভাবে অবদান রেখে চলেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
আশা করা যাচ্ছে যে, মিসেস দুলুমা আহমেদের যোগ্য ও গতিশীল নেতৃত্বে সাউথইস্ট ব্যাংক সাফল্যের এক নতুন উচ্চতায় অসীন হবে।