খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপি চেয়ারম্যানের বিক্রয়কৃত ৬ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় গত ( ২৩ মে) মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত,মৎস অফিস কর্মকর্তা অভিযান চালিয়ে দৌলখাঁড় ইউপির গ্রাম পুলিশ সফিকের বাড়ী থেকে ৩ বস্তা সরকারি চাল ও দৌলখাঁড় হাসপাতাল সংলগ্ন নিজাম উদ্দিনের মুদি দোকান থেকে ৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে উপজেলায় নিয়ে আসে। উদ্ধারকৃত চাল উপজেলা মৎস অফিস সহকারি নুরুল আমিন এর জিম্মায় আছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামিলীগের আহবায়ক রফিকুল হোসেন,ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,দোষীদের শাস্তি হওয়া উচিত, এদের কারনে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
অভিযুক্ত দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের মুঠো ফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে আমি জানিনা বলে লাইন কেটে দেন, বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল আরীফ জানান, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।