Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: 18দুদকের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের এ মামলায় বুধবার জামিনের আদেশ দেন ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা।

সাক্কুর আইনজীবী এম মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের এতথ্য জানান। এর আগে ৯ মে সাক্কুকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত।

এদিকে মামলাটি আজ ঢাকার বিশেষ জজ-৮-এর আদালতে বদলি করা হয়েছে। আগামী ১২ জুন এই আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আদালত সূত্র জানায়, সাক্কু ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন।

অভিযোগে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সাক্কু এক কোটি ২৮ লাখ ১১ হাজার ৭৪৩ টাকার সম্পদ গোপন করেছেন এবং স্ত্রীর যোগসাজশে চার কোটি ২৩ লাখ ৯৩ হাজার ১৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চলতি বছরের ৩০ মার্চ কুসিকের দ্বিতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে আবারও মেয়র নির্বাচিত হন সাক্কু।